গাঁজা সেবনের দায়ে চবির ৫ শিক্ষার্থীর ১৫ দিনের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত

গাঁজা সেবনের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জুলাই) সন্ধ্যায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উন নেছা শিউলী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ শাস্তি দেন।

সাজাপ্রাপ্তরা হলেন– শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সুমন ত্রিপুরা, বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের মো. এনামুল হাসান খান ও আব্দুল্লাহ আল তামজীদ, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের মহিউদ্দিন আমানুল্লাহ এবং অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম আপেল।

সূত্র জানায়, গাঁজা সেবনের সময় ওই পাঁচ শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী হল থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজা দেন।

এ ব্যাপারে ইউএনও আক্তার উন নেছা শিউলী জানান, গাঁজা সেবনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭(ক) ধারা মোতাবেক তাদের এ শাস্তি দেওয়া হয়।