রোহিঙ্গা ক্যাম্পে হরতালের হুমকি বিএনপি নেতার (ভিডিও)

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শাহজাহান চৌধুরীকক্সবাজার পৌরসভা নির্বাচনে কোনও ধরনের অনিয়ম হলে রোহিঙ্গা ক্যাম্পে ৩/৪ দিন হরতাল ডাকার হুমকি দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। আজ শনিবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে দলের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুমকি দেন তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ভোট প্রভাবিত করতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করে শাহজাহান চৌধুরী বলেন, ‘কাউন্সিলরদের ভোট হবে। কিন্তু মেয়রের ব্যালটটা আমাকেই (আওয়ামী লীগ প্রার্থী) দিতে হবে- এমন বিষয়টা। এটা তো হতে দেওয়া যাবে না।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই মেয়র নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত হলে সেই সংঘাত রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত ছড়াবে। এমনটা হলে আমরা রোহিঙ্গা ক্যাম্পে তিন-চার দিন হরতাল ডাকবো।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকার দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি প্রচারণা অব্যাহত রেখেছেন। নৌকা প্রতীকের পক্ষে ধানের শীষের প্রতীকের প্রচারণায় বাধা দেওয়াসহ  ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

এসময় নির্বাচন কমিশনও নৌকা পক্ষে কাজ করছে বলে অভিযোগ করা হয়।

বিএনপির নেতারা বলেন, আগামী ২৫ জুলাই পৌরসভার নির্বাচন। এতে বিএনপির প্রার্থীর বাসভবনের আশেপাশের তিনটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কথা বলা হচ্ছে। অথচ এই তিনটি কেন্দ্র একই ওয়ার্ডের। তাই একই ওয়ার্ডের ৩টি কেন্দ্রে ইভিএম চালু না করে পৃথক তিন ওয়ার্ডের একটি করে কেন্দ্রে ইভিএম চালুর দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে পরিচ্ছন্ন শহর, জলাবদ্ধতাসহ ১৩টি সেবা নিশ্চিত করার ইশতেহারও ঘোষণা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল, মেয়র প্রার্থী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ অন্যরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীসহ মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন ও নারী কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ৮৩ হাজার ৭২৮ জন।

আরও পড়ুন- এখনও অনিবন্ধিত হাজারো রোহিঙ্গা