বিএনপির কাউন্সিলর প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে: সরওয়ার

নির্বাচনি প্রচারে মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার ও বিএনপি নেতা মির্জা আব্বাসবরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার অভিযোগ করে বলেছেন, ‘সরকারদলীয় নেতাকর্মীরা বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনের মাঠ ছেড়ে দেয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে।’ মঙ্গলবার নির্বাচনি প্রচারকালে তিনি এ কথা বলেন।

নগরীর খাদেম হোসেন ক্লিনিক মোড় থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি। পরে বাংলাবাজার সড়ক ও আলেকান্দাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও নির্বাচনি প্রচারণায় অংশ নেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘ঐক্যবদ্ধভাবে সঠিক কাজ করলে কেউ বেঠিক কাজ করতে পারবে না। তাই নিজেদের স্বার্থেই নিজেকে বদলাতে হবে, ভালো ও নির্ভরযোগ্য মানুষকে ভোট দিতে হবে।’

মজিবর রহমান সরওয়ারের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানগণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আবুল হোসেন খান, জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, বরিশাল মহানগর যুগ্ম-সম্পাদক আনায়রুল হক তারিন প্রমুখ। এছাড়া বিকালে নগরীর গির্জ্জামহল্লা ও চকবাজার এলাকায় গণসংযোগ করেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নির্বাচনি প্রচারকালে বিএনপি নেতারা বলেন, ‘আমরা বরিশালে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখতে চাই। কিন্তু আমরা দেখছি ওয়ার্ডে-ওয়ার্ডে বিএনপির মিছিলে বাধা প্রধান ও অফিস ভাঙচুর করার অভিযোগ আসছে। এভাবে প্রতিটি প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করা হলে নির্বাচনে লেভেল-প্লেয়িং ফিল্ড কীভাবে হবে তা নিয়ে সন্দেহ কাজ করছে।’