হ‌ুমায়ূন স্মরণে যেসব আয়োজন শহীদ স্মৃতি বিদ্যাপীঠে

হ‌ুমায়ূন আহমেদ, ছবি- শাকুর মজিদ

নানা আয়োজনের মধ্যদিয়ে জননন্দিত কথাশিল্পী, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হবে তার হাতেগড়া শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুলাই) হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এদিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি উপলক্ষে কোরান খতম, মিলাদ, দোয়া মাহফিল, শোভাযাত্রা, আলোচনা-সভার আয়োজন করেছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ কর্তৃপক্ষ।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মুহাম্মাদ আসাদুজ্জামান জানান, হ‌ুমায়ূন আহমেদের মৃত্যুবাষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা-৮টা পর্যন্ত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কালো পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে তারা বুকে কালো ব্যাজ পরবেন। এ ছাড়া, সকাল ৮টা-১০টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা হ‌ুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে কুরান খতম করবে। পরে বেলা ১২টায় তার পতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করবেন বিশিষ্টজনেরা। সবশেষ থাকবে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠান।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন কথাশিল্পী, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হ‌ুমায়ূন আহমেদ। ২০১১ সালে তার অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। ২০১২ সালের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। ২০১২ সালের ১৯ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৪ জুলাই তার মরদেহ ঢাকায় এনে গাজীপুরের পিরুজালী গ্রামে নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত করা হয়।