মোল্লাকান্দি লালমিয়া স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ

কুমিল্লা

নাচ, গান, আবৃত্তি, কৌতুক ও বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে মোল্লাকান্দি লালমিয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ জুলাই) কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অবস্থিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। এসময় নবীনদের ফুল দিয়ে বরণ নেন বর্তমান শিক্ষার্থীরা। এরপর মোল্লাকান্দি লালমিয়া স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

পুরস্কার বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন– দ্য স্ট্রকচারাল ইঞ্জিনিয়ারর্স লিমিটেডের (সিআইপি) সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মোহম্মদ আব্দুল আউয়াল। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি তার বক্তব্যে বলেন, ‘জনকল্যাণমূলক কাজ এবং মানবসেবার জন্য নিজেকে তৈরি করতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার উদ্দেশ কেবল চাকরি করা নয়। এর উদ্দেশ, নিজেকে জানা এবং চারপাশের মানুষের জন্য সহমর্মী হওয়া।’

মোল্লাকান্দি লালমিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মোহম্মদ মনিরুজ্জামান মজনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন–  দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার ড. এ. জেড এম ওবায়েদ হোসেন, চাঁদপুর মতলব ২নং বাড়ানবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহম্মদ নান্নু মিয়া, প্রতিষ্ঠানের দাতা সদস্য ইঞ্জিনিয়ার মোহম্মদ বিল্লাল হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন– মোল্লাকান্দি লালমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহম্মদ আহসানুল হক।