রাজশাহীতে নির্বাচনের পরিবেশ নেই: গয়েশ্বর

কথা বলছেন গয়েশ্বর চন্দ্র রায় (ছবি- প্রতিনিধি)

আজ্ঞাবহ দাসের মতো নির্বাচন কমিশন বর্তমান সরকারের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘রাজশাহীতে নির্বাচনের কোনও পরিবেশ নেই। নির্বাচনি পরিবেশ তৈরিতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। তবে এই কমিশনকে দিয়ে কোনও নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না।’

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর লক্ষ্মীপুর এলাকায় বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে প্রচারণার সময় তিনি একথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। একইসঙ্গে তিন সিটি নির্বাচনে কমিশন ও পুলিশ বিভাগের সদস্যদের নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। এর ব্যত্যয় হলে দায়ভার সরকারকেই বহন করতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সরকারের চাপে ধানের শীষের প্রচারে মাঠে নেই জামায়াত। বিরোধীদের কণ্ঠরোধের জন্য ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, হয়রানি চলছে। এর মধ্যে জামায়াতকে আলাদা চাপে রাখা হচ্ছে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘চাপে রেখে জামায়াতকে কাছে টানারও নানা কৌশল তারা (সরকার) অবলম্বন করছে। কিন্তু এখনও জামায়াত তাদের কথায় সায় দেয়নি। জামায়াত এখনও খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় ঐক্যজোটের সঙ্গে আছে।’

বিএনপির সঙ্গে জামায়াতের কোনও টানাপোড়েন আছে কিনা–  সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে গয়েশ্বর রায় বলেন, ‘চাওয়া-পাওয়া নিয়ে মতভেদ থাকবে। কিন্তু মৌলিক প্রশ্ন– গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে ২০ দলীয় জোটে ঐক্য রয়েছে।’

এসময় মোসাদ্দেক হোসেন বুলবুল ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া দুর্গাপুর আসনের সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তাফা, বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন।