বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন

বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্নকুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুর ১২ টায় হেলিকপ্টারে করে তার মরদেহ কুড়িগ্রাম স্টেডিয়ামে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তার মরদেহ পুরাতন শহরের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।তাজুল ইসলাম চৌধুরী

তাজুল ইসলাম চৌধুরীর জানাজা নামাজে স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আককাছ আলী সরকার, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফাসহ জাতীয় পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, তাজুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। গত ১৩ আগস্ট রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাজুল ইসলাম চৌধুরী কুড়িগ্রাম-২ আসন থেকে বিভিন্ন সময় সাত বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় পার্টির সরকারের সময় ভূমি প্রতিমন্ত্রী ও যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চলমান দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন- জাতীয় পার্টির চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই