হিলি স্থলবন্দর শুক্রবার চালু থাকবে

হিলি স্থলবন্দর

আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর চালু রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন এ তথ্য নিশ্চিত করেন।

শাহিনুর ইসলাম শাহিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে পণ্যজট তৈরি হতে পারে। এ ছাড়া, ঈদুল আযহা উপলক্ষে টানা কয়েকদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। এসব ভেবে দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে আগামীকাল (শুক্রবার) বন্দর দিয়ে আমদানি রফতানিসহ সব কার্যক্রম খোলা রাখতে কাস্টমস ও বন্দর কতৃপক্ষকে পত্র দিয়ে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধের প্রেক্ষিতে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ সম্মতি দেওয়ায় আগামীকাল ছুটির দিনেও বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্যসহ সব কার্যক্রম সচল থাকবে।’