রাবির দশম সমাবর্তন ২৯ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘২০১৬ সালের ৩ নভেম্বর থেকে ১০ম সমাবর্তনের নিবন্ধন শুরু হয়। পরে নিবন্ধনের সময় বাড়িয়ে ১০ ডিসেম্বর করা হয়। কিন্তু পরবর্তীতে ২০১৭ সালের ৭ মে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান দায়িত্ব পাওয়ার পর সমাবর্তন আয়োজনের কার্যক্রম পুনরায় শুরু হয়।’       

তিনি আরও বলেন,  ‘২০১৭ সালের ২৩ জানুয়ারি সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা আরেক দফা বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়। এতে মোট রেজিস্ট্রেশনকারী গ্র্যাজুয়েট সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৯ জন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা এ সমাবর্তনে নিবন্ধনের সুযোগ পান।’