চট্টগ্রাম বোর্ডে পুনঃনিরীক্ষণে পাস করলেন ফেল করা ৫৪ জন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (ছবি- সংগৃহীত)

এবারের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম বোর্ডের আরও ৫৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৯ জুলাই এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ওই দিন থেকে গত ২৬ জুলাই পর্যন্ত ১৭ হাজার ৭৪০ শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে এবার ৬১ হাজার ৬৯৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার ১৭ হাজার ৭৪০ পরীক্ষার্থীর আবেদনের বিপরীতে মোট ৬১ হাজার ৬৯৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৫৪ জন, গ্রেড পরিবর্তন হয়েছে ৩৩১ জনের। আর জিপিএ-৫ পেয়েছেন আরও ২০ জন পরীক্ষার্থী।’

এর আগে ২০১৭ সালের ১৪ হাজার ৯৪৯ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে ওই বছর ৪৭ হাজার ৭৯০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। গতবার পুনঃনিরীক্ষণে ৩৩২ জনের ফলাফল পরিবর্তন হয়েছিল।