পুলিশ একাডেমির ব্যারাকে আগুন, তদন্তে কমিটি

পুলিশ একাডেমি (ছবি- সংগৃহীত)

রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ক্যাডেট ব্যারাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ আগস্ট) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর একটি দল দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ওই ব্যারাকে থাকা শিক্ষানবিশ উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটদের শিক্ষাসনদসহ প্রশিক্ষণ সংক্রান্ত মালামাল পুড়ে যায়। ক্যাডেটরা প্রশিক্ষণে থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সারদা পুলিশ একাডেমির সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন আহম্মেদ এ খবর নিশ্চিত করেন।

সাহাবুদ্দিন আহম্মেদ জানান, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে এ কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আজ (শনিবার) সকাল ৬টার দিকে ছয়তলা একটি ব্যারাকে আগুন লাগে, যখন ক্যাডেটরা প্রশিক্ষণে ছিলেন। ঘটনার পর পরই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নেভায়। তবে তার আগেই ব্যারাকের নিচতলায় অবস্থানকারী ৬৪ জন বহিরাগত ক্যাডেটের শিক্ষাসনদসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

তিনি জানান, প্রাথমিকভাবে তারা মনে করছেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে অধ্যক্ষের মৌখিক নির্দেশে ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।