শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যানবাহনের চাপ স্বাভাবিক

 

মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটমুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যানবাহনের চাপ স্বাভাবিক আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা যায়, নদী পার হওয়ার জন্য ঘাটে প্রায় একশ’ গাড়ি অপেক্ষায় আছে।

বিআইডাব্লিউটিসি-এর শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ‘নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। নাব্যতা সংকটের কারণে চ্যানেলের মুখে ডাম্প-ফেরিগুলো চালাতে সমস্যা হচ্ছে। একটি রো রো ফেরি চলছে।’

তিনি আরও জানান, ‘ঘাটে এখন (রবিবার) তেমন গাড়ির চাপ নেই। সব মিলিয়ে একশ’ গাড়ি হবে। চ্যানেল ওয়ান-ওয়ে হওয়ার কারণ চ্যানেলের মুখে গিয়ে ফেরিগুলো অপেক্ষা করে।’

আরও জানা যায়, লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ আছে, তবে তা স্বাভাবিক। ঈদ উপলক্ষে রাত ৮টার পরিবর্তে রাত দশটা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। এই রুটে ৮৭টি লঞ্চ চলাচল করে। তবে বর্তমানে একটি লঞ্চ চলছে না।

বিআইডাব্লিউটিএ-এর শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, সকাল থেকেই যাত্রীদের চাপ দেখা গেছে লঞ্চ ঘাট এলাকায়। তবে ঈদের চাপ বলতে যা বোঝায়, তেমন কোনও চাপ নেই। ৮৭টি লঞ্চের মধ্যে একটি লঞ্চ নষ্ট। বাকি ৮৬টি লঞ্চের মাধ্যমে যাত্রীরা পারাপার হচ্ছেন। যাত্রীরা ভোগান্তি ছাড়াই যাতায়াত করছে। সারা বছর রাত ৮টা পর্যন্ত লঞ্চ চললেও ঈদ উপলক্ষে দুই ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।’