ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার, ট্রাফিক পুলিশকে আদালতের সমন

আদালতের সমন জারি

প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর একটি ফেসবুক পোস্ট শেয়ার করার দায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আবুল কাশেম চৌধুরীর (৫২) বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রবিবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান এ আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুরজিত রাহা দাশু এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে আপত্তিকর একটি ফেসবুক পোস্ট শেয়ার করার ঘটনায় ট্রাফিক পুলিশ পরিদর্শক আবুল কাশেমের বিরুদ্ধে নগরীর গোসাইলডাঙ্গা ওয়ার্ড যুবলীগের সহ-দফতর সম্পাদক শেখ আহম্মদ মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে আজ আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।’

মামলার এজহারে বলা হয়, গত ৪ আগস্ট ‘প্রধানমন্ত্রীকে জড়িয়ে ঘৃণ্য ফেসবুক স্ট্যাটাসের পরও বহাল টিআই কাশেম’ শিরোনামে একটি সংবাদ বাদীর দৃষ্টিগোচর হয়। সংবাদটি বিস্তারিত পড়তে গিয়ে দেখতে পান, ২০১২ সালের ৫ জুলাই জনৈক হাবিব বিন ইসলাম তার নিজের ফেসবুক আইডিতে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। আর সেটি টিআই আবুল কাশেম চৌধুরীর ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়েছে।