রোহিঙ্গা ক্যাম্পে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।

আটকরা হলো- চট্রগ্রামের বায়জিত এলাকার মোহাম্মদ সুলতানের ছেলে মো. হাবীবুর রহমান(২৯) ও কক্সবাজার বাঁশকাটা নাপিত খালি এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে মো. ইউসুফ (৩৫)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, ইয়াবা কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট রাতে টেকনাফ র‌্যাব-৭ ক্যাম্প-১ এর ইনচার্জ মেজর হাসানের নেতৃত্বে লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামিদের দেহ এবং হাতে থাকা ব্যাগে তল্লাশি করে ৯ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার করেন র‌্যঅব সদস্যরা। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ লাখ ৭৯ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মর্কতা।