জাহাজের সঙ্গে ট্রলারের সংঘর্ষের আশঙ্কায় লাফিয়ে নদীতে দুই তরুণ

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় গম বোঝাই জাহাজের সঙ্গে ট্রলারের মুখোমুখী সংঘর্ষের আশঙ্কায় কামাল হোসেন (১৯) ও সুমন (২০) নামে দুই তরুণ আতঙ্কে শীতলক্ষ্যা নদীতে লাফিয়ে পড়েছে। এ ঘটনায় কামালের ভাই জামাল শীতলক্ষ্যা থেকে সুমনকে উদ্ধার করতে পারলেও কামাল হোসেন এখনও নিখোঁজ রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার এ ঘটনায় ঢাকা ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে ডুবুরী দল ঘটনাস্থলে এসে তল্লাশি অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরফিন। নিখোঁজ কামাল হোসেন সিরাজগঞ্জ জেলার সদর থানার ভাঙ্গাবাড়ি গ্রামের মৃত রহমানের ছেলে।

বন্দর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে কামাল হোসেন ও জামাল হোসেন নামে দুই সহোদর অন্যান্য যাত্রীদের সঙ্গে ট্রলারযোগে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে শহরে ফিরছিলেন। ট্রলারটি যখন শীতলক্ষ্যার মাঝ নদীতে তখন একটি গম বোঝাই জাহাজ দ্রুত বেগে আসছিল। এ সময় কামাল হোসেন ও সুমন নামে দুই যাত্রী ওই জাহাজের সঙ্গে ট্রলারের মুখোমুখী সংঘর্ষের আশঙ্কায় নদীতে লাফিয়ে পড়ে। এ সময় কামাল হোসেনের ভাই জামাল হোসেন সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করতে নদীতে লাফিয়ে পড়ে। কিন্তু জামাল হোসেন সুমনকে উদ্ধার করতে পারলেও কামাল হোসেন নিখোঁজ থাকে। খবর পেয়ে বন্দর ও শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ঢাকার ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কামাল হোসেনের খোঁজে তল্লাশি চালায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরফিন জানান, ঢাকা থেকে ডুবুরী দল এসে তল্লাশি অভিযান চালাচ্ছে। কামাল হোসেনের খোঁজ না পাওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।