খানাখন্দে ভরে গেছে জামালপুরের ভাটারা-মাদারগঞ্জ সড়কটি

এই সেই সড়ক

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা-মাদারগঞ্জ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় বেশিরভাগ স্থানেই খানাখন্দ সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতেই সড়কে কাদা-পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকাবাসী।

জানা গেছে, ভাটারা থেকে মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি বাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এই দীর্ঘ সড়কটি পশ্চিম ও দক্ষিণ জামালপুরবাসীর যাতায়াতের জন্য একমাত্র রাস্তা। নির্মাণের পর থেকে  দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের একটা বড় অংশ এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের  উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক মিয়া বলেন, ‘ভাঙা রাস্তা দিয়ে যানবাহন চলাচলের সময়  প্রায়ই দুর্ঘটনা শিকার হতে হয়। এতে মালামাল পরিবহনের গাড়ি দুর্ঘটনাসহ যাত্রীদের হতাহতেরও ঘটনাও ঘটে। এলাকার দুর্ভোগ কমাতে এই রাস্তাটির দ্রুত সংস্কার চান এলাকাবাসী।’

এই সেই সড়ক

ধান-পাট ব্যাবসায়ী আনিসুর রহমান বলেন,  ‘মাদারগঞ্জ উপজেলা ব্যবসার প্রধান মোকাম শ্যামগঞ্জ বাজার। এই সড়ক দিয়ে মাদারগঞ্জ ছাড়াও বগুড়ার সারিয়াকান্দি পর্যন্ত বিস্তৃর্ণ চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যসহ সব ধরনের মালামাল জামালপুর এবং সরিষাবাড়ি হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পরিবহন করে থাকেন এলাকার ব্যবসায়ীরা। রাস্তার বেহাল অবস্থার কারণে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসাযীদের।’

এলাকার ট্রাক্টর চালক মো. আব্দুল কদ্দুস বলেন, ‘সড়কটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে মালামাল পরিবহন করতে হচ্ছে শ্রমিকদের।’

জামালপুর প্রকৌশল অধিদফতর (এলজিইডি)-এর সিনিয়র সহকারী প্রকৌশলী সায়েদুজ্জামান সড়কটির বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন,  ‘জনদুর্ভোগ কমাতে সংস্কারের জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে  দরপত্র আহ্বান করা হবে।’