বরিশালে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বরিশালবরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে নূপুর বেগম (২৫)  নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মামুন হাওলাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে ওই গৃহবধূর  লাশ উদ্ধার করা হয়। বরিশাল কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

নিহত নুপুরের ভাই ইলিয়াস বলেন, বারো বছর আগে ঝালকাঠির জাগুয়া ইউনিয়নের হরিনাফুলিয়া  সুলতান হাওলাদারের পুত্র মামুন হাওলাদারের সঙ্গে  নূপুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মামুন ও তার পরিবারের লোকজন নুপুরের ওপর যৌতুকের জন্য নানা ভাবে নির্যাতন শুরু করে। পরে মামুন দ্বিতীয়বার বিয়ে করে। বুধবার রাতে মারধরের পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে মামুন ও তার পরিবার নূপুরকে হাসপাতালে না নিয়ে বাড়িতে একা রেখে চলে যায়। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে সেখানে এসে তার লাশ দেখতে পাই।

পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বলে ন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।