হিলিতে ১৪০ কেজি ইমিটেশনের গহনা উদ্ধার

দিনাজপুরদিনাজপুরের হিলিতে ভারত থেকে চোরাই পথে আসা ১৪০ কেজি ওজনের ইমিটেশনের তৈরি গলার চেইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাত ৫টার দিকে সীমান্তের ঘাসুড়িয়া কবরস্থানের পার্শ্ববর্তী স্থান থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এই চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলি আজম বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকার কবরস্থানের পাশে অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি প্লাস্টিকের বস্তার মধ্যে ওই চেনগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইমিটেশনের গহনাগুলোর সিজার মূল্য ৭ লাখ টাকা।

মালামালগুলো হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।