শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটের ৬ মাসের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মো. তাজুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত রাজ্জাক রাজু (৩৫) বকশীগঞ্জ পৌরসভার মিয়াপাড়া গ্রামের মো. রেজাউল করিমের ছেলে।

স্থানীয়দের বরাতে উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করে আসছিল রাজু। আজ (বৃহস্পতিবার) দুপুরে ওই শিক্ষিকাকে তার বিদ্যালয়ে গিয়ে উত্ত্যক্ত করে রাজু। একপর্যায়ে সে ওই শিক্ষিকাকে মারতে যায়। এসময় ওই বিদ্যালয় থেকে মোবাইল ফোনে বিষয়টি বকশীগঞ্জের ইউএনও-কে জানানো হয়। পরে ইউএনও তাজুল ইসলাম পুলিশ নিয়ে ওই বিদ্যালয়ে গিয়ে রাজুকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও তাজুল ইসলাম জানান, ফৌজদারি দণ্ডবিধির ৫০৯ ধারায় রাজুকে সাজা দেওয়া হয়েছে। বকশীগঞ্জ থানার পুলিশ আসামিকে জামালপুর কারাগারে পাঠিয়েছে।