ভাঙ্গায় শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রের মাথা ফাটানোর অভিযোগ

হাসপাতালে আহত ছাত্র জাফিদুল ইসলাম সাজিমফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্র ওই স্কুলের শিক্ষিকার স্কেলের আঘাতে গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাফিদুল ইসলাম সাজিম নামের আহত ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহত ছাত্র জাফিদুলের বাবা বলেন, ‘সকাল ১১টার দিকে আমার ছেলে স্কুলে গেলে কোনও কিছু বুঝে ওঠার আগেই শিক্ষিকা ফেরদৌসী রহমান তার মাথায় স্কেল দিয়ে আঘাত করেন। এতে আমার ছেলের মাথা ফেটে যায়। এসময় ওই শিক্ষিকার ছেলে ও একই ক্লাসের ছাত্র সাহদাত তাঈপও আমার ছেলের ওপর হামলা করে।’

এদিকে ঘটনা জানাজানি হলে অন্য শিক্ষকরা এসে সাজিমকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে বলে আহত ছাত্রের বাবা জানান। এছাড়াও তার হাত, পা, বুক ও পিঠে আঘাতের চিহ্ন আছে বলেও জানান তিনি।

ঘটনা সম্পর্কে স্কুলটির প্রধান শিক্ষক হায়দার হোসেন বলেন, ‘শিক্ষিকা নয়, হামলা চালিয়েছে তার ছেলে।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘আগের দিন খেলার মাঠে তাদের মধ্যে হাতাহাতি হয়েছিল, তার জেরেই এই মারামারির ঘটনা।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটানার কথা তিনি শুনেছেন। তবে এখনও পর্যন্ত কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ নিয়ে আসেননি।