সাভারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

সংঘর্ষ

সাভারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পৌর এলাকার অধরচন্দ্র স্কুল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল এ খবর নিশ্চিত করেন।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তাদের কারও অবস্থাই গুরুতর নয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বিকালে অধরচন্দ্র স্কুল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এতে আশুলিয়া ইউনিয়ন পরিষদ ও সাভার পৌরসভার পক্ষ থেকে দু’টি দল অংশ নেয়। খেলার শেষপর্যায়ে পেনাল্টি শুট-আউট না দেওয়া ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আশুলিয়া ইউনিয়ন পরিষদের খেলোয়াররা রেফারি আব্দুস সালাম, জিন্নাতুল ইসলাম ও নাজিম উদ্দিনকে মারধর করেন। এসময় সাভার পৌর গ্রুপের খোলায়ারেরা প্রতিরোধ করলে শুরু হয় দুই পক্ষে সংঘর্ষ। এর জেলে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন ও সাভার পৌরসভার মেয়রের পক্ষে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়ার লোকজনের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হন। পরে খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আব্দুল আওয়াল বলেন, ‘খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’