ইবির শেখ হাসিনা হলে তীব্র পানি সংকট: ছাত্রীদের বিক্ষোভ

পানির দাবিতে আবাসিক ছাত্রীদের বিক্ষোভকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে গত কয়েক দিন ধরে তীব্র পানি সংকট দেখা দিয়েছে।এতে চরম দুর্ভোগের শিকার  হচ্ছেন হলটির আবাসিক ছাত্রীরা।  

দুর্ভোগে অতিষ্ঠ আবাসিক ছাত্রীরা মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে  পানির দাবিতে হলের ভেতরে বিক্ষোভ করেছেন।পরে হল প্রাধাক্ষ্য ও সহকারী প্রক্টর এসে ছাত্রীদরে সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আবাসিক ছাত্রীরা জানান, গত তিনদিন ধরে প্রায়ই পানির সমস্যা হচ্ছে হলের পুরাতন ব্লকে। ফলে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার  হচ্ছেন। মঙ্গলবার রাতে পানির সমস্যা তীব্র হলে ছাত্রীরা হলের প্রধান ফটকে পানির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

পরে হল প্রাধাক্ষ্য অধ্যাপক ড. মিজানুর রহমান ও সহকারী প্রক্টর নাসিমুজ্জামান এসে ছাত্রীদরে সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে হল প্রাধাক্ষ্য বলেন, ‘সম্ভবত পানির লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৌশল অফিসের সঙ্গে কথা বলেছি। আশা করি, দুই-একদিনের মধ্যে বিষয়টির সমাধান হয়ে যাবে।’