শিশু আইনে কিছু ত্রুটি রয়েছে যেগুলোর সংশোধন জরুরি: প্রধান বিচারপতি

সিলেটে প্রধান বিচারপতিপ্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘দেশের সব মানুষেরই মানবাধিকার রয়েছে। কোনও শিশু অপরাধী হয়ে জন্মায় না। তাদের সুরক্ষা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু সমাজে একটি পক্ষ নানাভাবে শিশুদের প্রলোভন দেখিয়ে অপরাধে জড়ায়। এসব মন-মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে শিশু আইনের কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি রয়েছে। এটা সংশোধন করা প্রয়োজন ও জরুরি।’

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সিলেট শিশু আদালতের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপিল বিভাগের বিচারপতি ও চাইল্ড প্রোটেকশন কমিটির চেয়ারম্যান ইমান আলী।শিশু আদালত উদ্বোধন উপলক্ষে সিলেটে প্রধান বিচারপতি

সিলেটে শিশু আদালতের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রধান বিচারপতি বলেন, ‘সিলেটে শিশু আদালতের যাত্রা একটি মাইলফলক, যা দেশের মধ্যে প্রথম। প্রতিটি শিশু যাতে ন্যায়বিচার পায় সেজন্য এই আদালত গঠন করা হয়েছে। বিচার বিভাগের জন্য এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘জাতিসংঘে শিশুদের সুরক্ষা বিষয়ে নানা নির্দেশনা রয়েছে। সিলেটের এই যাত্রাকে আমি দৃশ্যমান অগ্রগতি হিসেবে দেখছি। সিলেটের আদালত প্রাঙ্গণটি দেখে আমার খুবই ভালো লেগেছে। এখানকার বিচারকদের প্রতি কারও কোনও অভিযোগ নেই।’