স‌োনাহাট স্থলবন্দ‌রে ১৪৪ ধারা জা‌রি

সোনাহাট স্থলবন্দর (ছবি: সংগৃহীত)সোনাহাট স্থলবন্দর লোড-আন‌লোড শ্র‌মিক অ্যা‌সো‌সি‌য়েশ‌নের নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে শ্র‌মিকদের দুই গ্রুপের সংঘর্ষ ও উত্তেজনাকে কেন্দ্র ক‌রে ভোট গ্রহণ স্থ‌গিত ক‌রে বন্দর এলাকার ১৪৪ ধারা জা‌রি করা হ‌য়ে‌ছে। শুক্রবার (২১ সে‌প্টেম্বর) সকা‌লে এ ঘটনা ঘ‌টে।

ভুরুঙ্গামারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এইচ এম মাগফুরুল ইসলাম আব্বাসী এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্র জানায়, শুক্রবার সকা‌লে সোনাহাট স্থলবন্দর লোড-আন‌লোড অ্যা‌সো‌সি‌য়েশনের নির্বাচনকে কেন্দ্র ক‌রে সংগঠন‌টির সা‌বেক সভাপ‌তি ত‌বিজ উ‌দ্দিন গ্রুপ ও সা‌বেক সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী গ্রু‌পের শ্র‌মিক‌দের মধ্যে উ‌ত্তেজনা দেখা দেয়। একপর্যা‌য়ে উভয় গ্রু‌পের শ্র‌মিক‌দের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনাও ঘ‌টে। খবর পে‌য়ে ভুরুঙ্গামারী থানা পু‌লিশ ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল ইসলাম আব্বাসী ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আ‌নেন। প‌রে সম্ভাব্য সংঘর্ষ এড়া‌নোর জন্য ভোটগ্রহণ স্থ‌গিত ক‌রে স্থলবন্দর এলাকায় ১৪৪ ধারা জা‌রি করা হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জা‌হেদুল ইসলাম জানান, ‘‌শ্র‌মিক‌দের নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে উ‌ত্তেজনার ঘটনা ঘ‌টে‌ছে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ণে রাখ‌তে ১৪৪ ধারা জা‌রি করা হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।’

ইউএনও এস এইচ এম মাগফুরুল ইসলাম আব্বাসী জানান, ‘সম্ভাব্য সংঘর্ষ এড়া‌নোর জন্য ভোটগ্রহণ স্থ‌গিত ক‌রে বন্দর এলাকায় ১৪৪ ধারা জা‌রি করা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ণে র‌য়ে‌ছে।’