কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বিঘ্নিত

ফেরি পার হতে অপেক্ষায় থাকা যানবাহনপদ্মায় নাব্য সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই রুটের ২১টি ফেরির মধ্যে শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে চলাচল করছে মাত্র ৯টি ফেরি। এর আগে বৃহস্পতিবার ৫টি ফেরি দিয়ে সীমিত আকারে যাত্রী ও যানবাহন পারাপার চালু রাখা হয়। এর ফলে ফেরিঘাটের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

এদিকে ফেরি না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকে থাকায় যানবাহনের সারি দীর্ঘ হয়েছে। দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা। ফেরিতে সমস্যা থাকায় লঞ্চ ও স্পিডবোটে করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা।

তবে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, মুন্সিগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট দেখা দিয়েছে। অন্যদিকে বিকল্প চ্যানেলের ব্যবহার ও পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে। এতে করে যানবাহন পারাপার বিঘ্নিত হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে ২১টি ফেরির মধ্যে ৯টি ফেরি চলাচল করতে পারছে। এসব ফের দিয়ে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, কাঁচামাল ও পচনশীল দ্রব্যের যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

নাব্য সংকট দূর করতে বিআইডব্লিউটিএ'র পক্ষ থেকে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।