কালীগঞ্জ পৌরসভা মেয়র মকছেদ আলী মারা গেছেন

কালীগঞ্জ পৌরসভা মেয়র মকছেদ আলী

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকছেদ আলী বিশ্বাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জানা যায়, শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। সেসময় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যায় খুলনায় নেওয়ার পথে তিনি মৃতুবরণ করেন।

পারিবারিক ও একাধিক সূত্রে জানা গেছে, আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে শিবনগরের বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন মেয়র। যাওয়ার পথে তিনি মসজিদের কাছে অসুস্থ হয়ে পড়েন। এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার আরও অবনতি ঘটলে সন্ধ্যায় খুলনা নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি  স্ত্রী, ৬ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মেয়র মকছেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মান্নান, সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজু,  পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, বিএনপি নেতা ও সাবেক মেয়র আলহাজ্ব মাহবুবার রহমান, বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ তিনি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন।