গাজীপুরে জাতীয় পার্টির নেতার গাড়িবহরে হামলার অভিযোগ

এই গাড়িটিও ভাঙা হয়েছে অভিযোগ নেতাকর্মীদের

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এবং এই ঘটনায় ১২ থেকে ১৪ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ নেতাকর্মীদের। তবে পুলিশের দাবি, কোনও আলামত পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জের টঙ্গী-ঘোড়াশাল সড়কের শহীদ ময়েজ উদ্দিন সেতুর পশ্চিম পাশে এই হামলার ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি রাহেলা পারভীন শিশির জানান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ গাড়িবহর নিয়ে পলাশ উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সিরাজ উদ্দিনের কবর জিয়ারত করার জন্য শনিবার কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের বেরুয়া বের হয়েছিলেন। পথে টঙ্গী-ঘোড়াশাল সড়কের শহীদ ময়েজ উদ্দিন সেতুর পশ্চিম পাশে পৌঁছালে ২৫-৩০টি মোটরসাইকেলে চড়ে প্রায় অর্ধশত যুবক রড, লাঠি, দা, চাপাতিসহ অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে এসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে আব্দুল করিম, শাহ-আলম, কাজী নোমান, আতাউর রহমান আকন্দ, মুঞ্জুর হোসেন, আল আমিন, রাব্বি ভুইয়া, সঞ্জয় দেব, আনোয়ার আলী, হুমায়ুন কবির, ওসমান মিয়া, সোলাইমান, আক্তার হোসেন, দেলোয়ার হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়। হামলাকারীরা বহরের বেশ কয়েকটি গাড়ি ভেঙেছে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে জাতয়ি পার্টির কালীগঞ্জ উপজেলা ও পলাশের ঘোড়াশাল পৌর শাখার যৌথ উদ্যোগে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এমনকি কোনও আলামতও পাওয়া যায়নি। এছাড়াও সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কেউ থানায় কোনও অভিযোগ নিয়ে আসে নি।