শেরপুরে ১৫০০ তাল ও ৭০০ শিমুল চারা রোপণ

বজ্রপাত ও সড়কের ভাঙন রোধে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক হাজার ৫শ’  তাল এবং ৭শ’ বার্মিজ শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে। ঢাকা-নালিতাবাড়ীর মহাসড়কের কাপাসিয়া থেকে পৌরসভার সীমানা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার পাশে এসব গাছের চারা রোপন করা হয়। কাপাসিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী গাছ চারা রোপণে অংশ  নেয়।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাইটকামারী এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন হর্টিকালচার খামারবাড়ীর পরিচালক মিজানুর রহমান। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, প্রকল্প পরিচালক মেহেদি হাসান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

শেরপুরে ১৫০০ তাল ও ৭০০ শিমুল গাছের চারা রোপণ