বরিশালে নৌযান চলাচল স্বাভাবিক

ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাব কেটে যাওয়ায় রবিশালে নৌযান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। বাংলাদেশ অভ্যন্দরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজমল হুদা মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা জানান, ‘ঘূর্ণিঝড় তিতলির কারণে দেশের প্রায় সর্বত্রই বুধবার (১০ অক্টোবর) থেকে নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বর্তমানে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হচ্ছে। ফলে বরিশাল ও ভোলা থেকে ঢাকাগামী সব ধরনের লঞ্চ, ট্রলার ও পণ্যবাহী নৌযান নদী পথে চলাচল করতে পারবে। আবহাওয়া অফিসের সিগনাল অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঝড়ো হাওয়া না থাকলেও গত ২৪ ঘণ্টায় বরিশালে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।