বগুড়ার ধুনটে মানস নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ

৪৪৪

বগুড়ার ধুনট উপজেলার চিকাশি গ্রামের মানস নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, এ কারণে ভাঙনের মুখে পড়েছে তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি। প্রতিকার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ পেশ করেছে ক্ষতিগ্রস্তরা।

এলাকাবাসীরা  অভিযোগ, চিকাশি গ্রামের বাদশা মিয়ার ছেলে চপল মাহমুদ ওই নদীতে ড্রেজার  মেশিন বসিয়ে গত ৬ অক্টোবর থেকে বালু উত্তোলন করছেন। পাইপের মাধ্যমে ওই বালু দিয়ে প্রতিবেশী আফফার আলীর পুকুর ভরাট করা হচ্ছে। ফলে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করায় তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়িতে ভাঙন দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত রসুল আলী জানান, চপল মাহমুদ প্রায় ৮ লাখ টাকার চুক্তিতে আমাদের বাড়ির সামনেই ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। অবাধে বালু উত্তোলনের কারণে প্রায় ২০টি পরিবারের ফসলি জমি ও বসতবাড়িতে ভাঙন দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে শেষ সম্বল ভিটেমাটিটুকুও নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

তবে অভিযুক্ত চপল মাহমুদের দাবি, স্থানীয়ভাবে সমঝোতা করেই বালু উত্তলন করা হচ্ছে।

এ বিষয়ে ধনুট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, বালু উত্তলনের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। দ্রুতই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।