বিজয়নগরে খাদ্যবান্ধব কর্মসূচির ট্রাকভর্তি চাল উদ্ধার

উদ্ধারকৃত ট্রাকভর্তি চালব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাচারকালে ট্রাকভর্তি সাড়ে ১২ টন (২৪৮ বস্তা) চাল উদ্ধার করেছে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ চাল উদ্ধার করা হয়। চালগুলো হতদরিদ্র মানুষদের জন্য সরকার ঘোষিত ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ট্রাকচালক আবদুর রহিম, হেলপার মো. জামালকে আটক করা হয়েছে। তারা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে এগুলো সরকারি চাল বলে স্বীকার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ। তারা জানান, বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারের দুলাল মিয়ার দোকান থেকে চালগুলো ট্রাকে তোলা হয়েছে। তবে চালগুলো সরকারি কিনা এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। উপজেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত করবেন।

বিজয়নগর উপজেলা খাদ্য কর্মকর্তা দেবাশীষ চাকমা জানান, এগুলো হতদরিদ্রদের জন্য সরকার ঘোষিত ১০ টাকা কেজি মূল্যের চাল। চালগুলো গরিব লোকেরা ডিলারের কাছে নিয়ে বিক্রি করেছে।

দরিদ্র মানুষদের জন্য বরাদ্দকৃত চাল বিক্রি বা অন্য জেলায় নিয়ে যাওয়ার অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি।