জনগণ খুনিদের সঙ্গে ঐক্য চায় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে শাহরিয়ার আলম (ছবি– প্রতিনিধি)

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘জনগণ শান্তি চায়; খুনিদের সঙ্গে ঐক্য চায় না। শুক্রবার (১২ অক্টোবর) বিকালে শ্রমিক লীগ বাঘা উপজেলা শাখা আয়োজিত ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শাহরিয়ার আলম বলেন, ‘গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ শুধু দুই বেলা দুই মুঠো পেট পুরে খেয়ে বেঁচে থাকতে চায়। তারা দেশে কোনও অশান্তি চায় না। ইতোমধ্যে তাদের মনে বিশ্বাস জন্ম নিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরিব মানুষের জন্য কাজ করে।’

তিনি আরও বলেন, ‘গ্রেনেড হামলার রায়ের পর বিএনপির আর রাজনীতি করা উচিত নয়। বিএনপি রাজনীতি করার যোগ্যতা হারিয়েছে।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শাহরিয়ার আলম বলেন, ‘আওয়ামী লীগের কোনও নেতাকর্মী তো দূরের কথা; কোনও মন্ত্রী-এমপি ভুল করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও ক্ষমা করেনি।’

বাঘা উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাবাজ আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আজিজুল আলম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।