গাজীপুরে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারী আটক

গাজীপুরে পাসপোর্ট করতে গিয়ে আটক রোহিঙ্গা নারী ফারিয়া মীম

আশ্রয় শিবির থেকে পালিয়ে গাজীপুরে পাসপোর্ট করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক রোহিঙ্গা নারী।  তার নাম ফারিয়া মীম (২৭)। রবিবার (১৪ অক্টোবর) বিকালে তাকে আটক হয়।

তার বাবার নাম মঞ্জু শেখ ও মাতার নাম পারভীন বেগম।

মিয়ানমারের নাগরিক ফারিয়া মীম গত বছর দেশটিতে চলা সামরিক বাহিনীর নির্যাতনের সময় বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। সেখান থেকে গাজীপুরে এসে বাংলাদেশি পাসপোর্ট বানানোর চেষ্টা করছিল সে।

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক কবির হোসেন জানান, রবিবার গাজীপুর অফিসে এসে পাসপোর্টের জন্য আবেদন করে ফারিয়া মীম। আবেদনপত্রে তিনি বর্তমান ও স্থায়ী ঠিকানা হিসেবে গাজীপুর জেলার শ্রীপুরের জয় নারায়ণপুর গ্রামের নাম উল্লেখ করে।  কিন্তু, যাচাই বাছাইয়ের এক পর্যায়ে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। এছাড়াও সে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ছিল বলে স্বীকার করে। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ফারিয়া মীমকে আটক করে থানায় নিয়ে যায়। 

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারিয়া মীম নিজেকে মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ছিল বলে স্বীকার করেছে। ওই ক্যাম্প থেকে দালালের মাধ্যমে পালিয়ে গাজীপুরে গিয়ে মিথ্যা ঠিকানা ব্যবহার করে পাসপোর্টের জন্য আবেদন করে সে। তাকে ওই ক্যাম্পে রাতে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।