খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে আবেদন পড়েছে ২২টি

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য মোট একহাজার ২২৯ আসনের বিপরীতে ২৭ হাজার ৬৩০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে গড় আবেদন পড়েছে ২২টির বেশি। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে জমাদানের সময়সীমা গত সোমবার (১৫ অক্টোবর) রাত ১২টায় শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের অধীনে ৬টি স্কুল ও ২টি ইনস্টিটিউট রয়েছে, যার অন্তর্ভুক্ত ২৯টি ডিসিপ্লিনে একহাজার ২২৯ আসনে ২৭ হাজার ৬৩০ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। গত ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার জানান, আগামী ১৭ নভেম্বর ভর্তি পরীক্ষা। ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা, দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সমাজ বিজ্ঞান স্কুল, আইন স্কুল, চারুকলা ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুধু চারুকলা ইনস্টিটিউটের জন্য ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যাবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।