ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে: কৃষিমন্ত্রী

মতিয়া চৌধুরী (ফাইল ছবি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে দেশের সবাই সমান অধিকার ভোগ করবে।’ বৃহস্পতিবার (১৮ অক্টোবর ) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে গোপাল জিউর মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘ধর্ম যার যার, ইশ্বর সবার। মানব কল্যাণে আমরা শেখ হাসিনার মতো অটুট মনোবল নিয়ে দৃঢ় পদক্ষেপে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো; এদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাবো।’

এসময় শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার আশরাফুল আজীম, শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সানোয়ার হোসেন ছানু, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।