মুন্সীগঞ্জে ইলিশ ধরার দায়ে ৩১ জেলের দণ্ড

আটক জেলে ও জব্দ করা কারেন্ট জাল (ছবি– প্রতিনিধি)

পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে ইলিশ মাছ ধরায় মুন্সীগঞ্জের ৩১ জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও ২৭ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে মোট দুই লাখ ২০ হাজার মিটার জাল ও ৪১১ কেজি ইলিশ জব্দ করা হয়।

গজারিয়া মৎস্য কর্মকর্তা শেখ আসলাম হোসেন ও লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী এসব তথ্য নিশ্চিত করেন।

গজারিয়া মৎস্য কর্মকর্তা শেখ আসলাম হোসেন বলেন, ‘চার জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ পাঁচ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করেন। এসময় ১১ কেজি ইলিশ ও একলাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।’

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ‘আজ (বৃহস্পতিবার) পদ্মা নদী থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ২৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ২৭ জনকে ১০ দিন করে কারাদণ্ড দেন। অভিযানে ২০০ কেজি ইলিশ ও একলাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।’