এসএ গ্রুপের চেয়ারম্যান ২ দিনের রিমান্ডে

রিমান্ডঅর্থ আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এসএ গ্রুপের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আলমকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার (২১ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৭ অক্টোবর দুপুরে ঢাকার গুলশানের একটি হোটেল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইপিজেড থানায় দায়ের করা ২০১৭ সালের একটি মামলায় আসামিকে রবিবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণে ঋণ সুবিধা গ্রহণ করেন শাহাবুদ্দিন আলম। তার মোট ঋণের পরিমাণ ৩ হাজার ৬২২ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৫৯ টাকা। বিভিন্ন সময়ে এসব ঋণ নিয়ে তিনি পরিশোধ করেননি।