ব্রাহ্মণবাড়িয়ার ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা

ব্যারিস্টার মইনুল হোসেন

সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মানহানি মামলা দায়ের করেছেন এক নারী সাংবাদিক। সোমবার (২২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদের আদালতে দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি আয়েশা আহম্মদ লীজা মামলাটি দায়ের করেন।

মামলার বিবরনের বাদী আয়েশা আহম্মদ লীজা বলেন, ব্যারিস্টার মইনুল টেলিভিশন টকশো’তে  সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে আখ্যায়িত করেছেন। এতে নারী সাংবাদিকদের অপমান করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশ্যে তিনি এ ধরনের মন্তব্য করে অপরাধ করেছেন, যা মানহানিকর। দেশে বিশৃঙ্খলার সৃষ্টির অসৎ উদ্দেশ্যে এই কুৎসিত মন্তব্য করা হয়েছে।

ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেছেন আয়েশা আহম্মদ লীজা

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ মামলাটি গ্রহণ করে বিকালে মামলাটির আদেশের সময় ধার্য্য করেন।

বাদী পক্ষের আইনজীবী সারোয়ার-ই- আলম জানান, ৫০০ এবং ৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত তা আমলে নিয়েছেন। আদালত বিকালে এই সংক্রান্ত আদেশ দেবেন।