ভবন নির্মাণে রডের বদলে বাঁশ, ২ ঠিকাদারের বিরুদ্ধে মামলা

বান্দরবানবান্দরবানে ভবন নির্মাণের সময় রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় দুই ঠিকাদারের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। তারা হচ্ছেন ইউএন এন্টারপ্রাইজের মালিক ক্যহ্লা মারমা এবং ঠিকাদার তাপস। সোমবার (২২ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ মামলা করেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বান্দরবান সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের ড্রপ ওয়ালে রডের বদলে বাঁশ ব্যবহার করার ঘটনায় সোমবার দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়েছে।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ জুলাই বান্দরবান সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের ড্রপ ওয়ালে রডের বদলে বাঁশ দেওয়ার ঘটনাটি ‘বান্দরবান সরকারি মহিলা কলেজের দেয়ালে বাঁশ!’ এ শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা বিভিন্ন পত্রপত্রিকায় ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে বিষয়টি নিয়ে তদন্তে নামে দুদক। অবশেষে ২০১৮ সালের ৪ এপ্রিল এলজিইডির প্রকৌশলীদের তদন্ত রিপোর্টের পরে দুদক সোমবার (২২ অক্টোবর) এ মামলাটি দায়ের করে।