বশেমুরবিপ্রবি’র ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বৃদ্ধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (ছবি-সংগৃহীত)গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় তিনদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) বলা আছে। তবে ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২, ৩ এবং ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এবার ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে ৩ হাজার২৪৫ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর, এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ নভেম্বর, সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর, এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।