যুবককে গলা কেটে হত্যার ঘটনায় সাবেক স্ত্রী রিমান্ডে

চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে ফখরুল ইসলাম নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় তার সাবেক স্ত্রী উম্মে হাবিবাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৩ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন রিমান্ডের এ আদেশ দেন। আদালত পরিদর্শক বিজন কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজন কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উম্মে হাবিবাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
জানা গেছে, ফখরুল রাউজানের মো. তাজুল ইসলামের ছেলে। তিন মাস আগে উম্মে হাবিবার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর রাউজানের গহিরা এলাকায় চারতলা একটি ভবনের ছাদ থেকে গলাকাটা অবস্থায় ফখরুল ইসলামকে উদ্ধার করেন স্থানীয়রা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ অক্টোবর) তিনি মারা যান। ওই ভবনের তিনতলার একটি ফ্ল্যাটে উম্মে হাবিবা ও তার মা রাশেদা বেগম ভাড়া থাকতেন।
ঘটনার পর হাবিবা এবং তার মাকে আটক করা হয়। এ ঘটনায় গত ১৯ অক্টোবর ফখরুলের ভাই নুরুল ইসলাম রাউজান থানায় মামলা করেন।