জিএমপিতে জিডি করতে হবে নির্ধারিত ফরমে

জিএমপিতে নির্ধারিত ফরমে ডিজি কার্যক্রমের উদ্বোধনজন হয়রানি কমাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) নির্ধারিত ফরমে জিডি (সাধারণ ডায়েরিকরণ) কার্যক্রমের উদ্বোধন করেছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জিএমপির সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।

জিএমপি কমিশনার বলেন, ‘অনেক সাধারণ মানুষ থানায় এসে কাগজ, কলম বা জিডি লেখার উপায় খুঁজে পান না। এসব কাজে সহায়তার জন্য এবং হয়রানি এড়াতে নির্ধারিত ফরমে সাধারণ ডায়েরিকরণ কার্যক্রম একযোগে আটটি থানায় চালু করা হয়েছে। জটিলতা এড়াতে ফরমগুলোর নির্দিষ্ট সিরিয়াল নম্বরও থাকবে। এ কার্যক্রমের মাধ্যমে গাজীপুর মেট্রাপলিটন পুলিশের সঙ্গে গাজীপুর জেলা পুলিশেরও একটা ইতিবাচক পার্থক্য নিরূপিত হবে।’ গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকার মহিউদ্দিনের স্ত্রী শাহিদা বেগম পাসপোর্ট সংক্রান্ত সাধারণ ডায়েরি করতে এসে এ পদ্ধতির ব্যাপারে বলেন, ‘এই পদ্দিতিতে অল্প সময়ে ও সহজে ডিজি করা সম্ভব হয়েছে। জিডি’র এই পদ্ধতি জন হয়রানি বন্ধেও সাহায্য করবে।’জিএমপিতে নির্ধারিত ফরমে ডিজি কার্যক্রমের উদ্বোধন

অপর এক প্রসঙ্গে জিএমপি কমিশনার বলেন, ‘অসামাজিক কার্যকলাপের অভিযোগে মেট্রোপলিটন এলাকার ২৩টি হোটেল ইতোমধ্যে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। অনেক সুপারিশের পরও প্রচলিত হোটেল নীতিমালার শর্ত পূরণ না হলে সেগুলো খুলে দেওয়া হবে না। এছাড়া মেট্রোপলিটন পুলিশের কোথাও কোনও প্রকার ঘুষ-দুর্নীতির খবর পেলে তা জিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর অনুরোধ করা হয়েছে। এসব তথ্য জানানোর জন্য জিএমপির নির্ধারিত ফেইসবুক পেজ ও পুলিশের অ্যাপস চালু রয়েছে।’ তিনি জিএমপি পুলিশকে দুর্নীতিমুক্ত রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি করেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ সমীর চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।