ঐক্যফ্রন্টের সমাবেশে উস্কানিমূলক কর্মকাণ্ড হলে প্রতিহত করা হবে: কামরান

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশে  কোনও প্রকার বিশৃঙ্খলার চেষ্টা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ড হলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, ‘বুধবার সকালে সিলেটে সরকারের উন্নয়নের বার্তা সম্বলিত প্রচারপত্র বিলির কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে এই কর্মসূচি ঐক্যফ্রন্টের সমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচি নয়।’

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্টের সমাবেশে উস্কানিমূলক কর্মকাণ্ড হলে প্রতিহত করা হবে।’

সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, অ্যাডভোকেট রাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী; শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ দাশ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।