ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৫

সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক ভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে রেলওয়ে ষ্টেশনে টিকিট কেনা নিয়ে দক্ষিণ মৌড়াইল এলাকার ইমরানের সঙ্গে উত্তর মৌড়াইল এলাকার হৃদয় মিয়ার কথা কাটাকাটি হয়। এই নিয়ে প্রথমে ওই দুই যুবকের মধ্যে হাতাহাতি হয়। দুই পক্ষের যুবকদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে রেলওয়ে ষ্টেশন এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রথম দফায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ লাইন থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবীর জানান, টিকিট কেনা নিয়ে উত্তর ও দক্ষিন মৌড়াইল এলাকার যুবকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।