সিলেটে বিএনপির উপদেষ্টা মুক্তাদিরের জামিন

খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলা থেকে তাকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (৪ অক্টোবর) বিকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এদিন সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোতোয়ালি থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে গত বৃহস্পতিবার (২৫ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল।ওইদিন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার আরেকটি মামলায় পুলিশ তাকে শ্যোন অ্যারেস্ট দেখায়।

আদালত দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেছেন।