নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।  ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের জন্য ১৬৫০ টাকা এবং মানবিক ও ব্যবসায় বিজ্ঞানের জন্য ১৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু জেলার শুধুমাত্র কয়েকটি স্কুল ছাড়া অধিকাংশ স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।

বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, সরকার নির্ধারিত ফি এর চেয়ে বিভিন্ন স্কুলে কয়েক গুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। মর্গ্যান গার্লস স্কুলে দু’টি মডেল টেস্টের ফিসহ ৪৮০০ টাকা, গণবিদ্যা নিকেতনে ৫৬০০ টাকা, আমলাপাড়া গার্লস স্কুলে ৪৮০০ টাকা, আমলাপাড়া আইডিয়াল স্কুল ৮৫০০ টাকা, জয়গোবিন্দ হাই স্কুলে ৪২০০ টাকা, হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনে ৫৫০০ টাকা, বন্দর বিএম ইউনিয়ন হাই স্কুলে ৪০০০ টাকা এবং সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ও আইইটি সরকারি বালক বিদ্যালয়ে ২৩০০ টাকা আদায় করা হচ্ছে।

এদিকে মর্গ্যান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক তরু জানান, পরিচালনা পরিষদের অনুমোদন অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপের চার্জ, বেতন, মডেল টেস্টের ফি বাবদ ৪৮০০ টাকা নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক কমল কান্তি সাহা জানান, তিনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ১৭০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ১৬০০ টাকা নিচ্ছেন।

বিভিন্ন স্কুলের অভিভাবকরা জানান, তাদের সন্তানদের এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা জোগাড় করতে তারা হিমশিম খাচ্ছেন। মর্গ্যান স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক হোসনে আরা জানান, 'আমি  গার্মেন্টস শ্রমিক। আমার মেয়ের ফরম পূরণের জন্য সুদে টাকা এনে স্কুলে দিয়েছি।'

অনিয়ময়ের অভিযোগের ব্যাপারে জেলা প্রশাসক রাব্বি মিয়া জানান, 'বিভিন্ন মাধ্যমের স্কুলগুলোতে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তদন্তের জন্য নির্দেশ দিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। আমার কাছে যে কোনও অভিভাবক সরাসরি অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।’