জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

 আনোয়ার হোসেন মঞ্জুজাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে রবিবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পিরোজপুর-২ (১২৮) আসন থেকে নির্বাচন করবেন। বর্তমানেও তিনি এ আসনের সংসদ সদস্য এবং মহাজোট সরকারের পানিসম্পদ মন্ত্রী।

তার নির্বাচনি এলাকার ভাণ্ডারিয়া থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় পার্টির (জেপি) উপজেলা আহ্বায়ক মনিরুল হক জমাদ্দার। কাউখালী থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান। ইন্দুরকানী থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি আসাদুল কবির স্বপন।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসন থেকে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এই আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনি ১৯৮৫ সাল থেকে শুরু করে ১৭ বছর ধরে মন্ত্রী এবং একবার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। একবার জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী, দুইবার যোগাযোগ মন্ত্রী একবার উপদেষ্টা, একবার পরিবেশ ও বন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ১/১১-এর সময় আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে মামলা থাকায় ২০০৮ সালে তিনি নির্বাচন করতে পারেননি।