বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় হুন্ডির ৭ লাখ টাকা উদ্ধার

১২

যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে হুন্ডির ৭ লাখ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় হুন্ডি পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে সাদিপুর গ্রামে বিজিবির পোতার পোস্ট নামক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় টাকাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি ভারত সীমান্ত পার হয়ে একজন হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন  সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক নুর আলম ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে হুন্ডি পাচারকারী একটি প্যাকেট ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। প্যাকেটটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে বাংলাদেশি ৭ লাখ টাকা পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব হন্ডির ৭ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার টাকা বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।