সরিষাবাড়ীতে ঐক্যফ্রন্টের প্রার্থী শামীম তালুকদার

ফরিদুল কবীর তালুকদার শামীমজামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মহাজোটের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দেড় ডজন মনোনয়নপ্রত্যাশী থাকলেও একক প্রার্থী নিয়ে ফুরফুরে অবস্থানে বিএনপি। এখানে ঐক্যফ্রন্টের একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাইয়ের ছেলে।

আবদুস সালাম তালুকদারের মৃত্যুর পর ফরিদুল কবির তালুকদার শামীম এখানে দলের হাল ধরে আছেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দলীয় এমপি বিহীন আসনটি পুনরুদ্ধারের জন্য তিনি গণসংযোগ করে যাচ্ছেন।

এ বিষয়ে ফরিদুল কবির তালুকদার শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বিএনপি বিজয়ী হবে। সরিষাবাড়ীতে বিএনপি সাংগঠনিকভাবে মজবুত। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীও নেই। সুষ্ঠু পরিবেশ পেলে এখানে আমি এমপি নির্বাচিত হব।’