মৃত্যুবার্ষিকীতে মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা নিবেদন

ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনমজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) ভোর থেকে তার সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষ এলাকায় জনতার ঢল নামে। পরে সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন মাজারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।  এরপর থেকে মাজারে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শুরু করেন। এসময় যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী স্লোগানে মুখরিত হয়ে উঠে মাজার প্রাঙ্গন।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।